pic source: fb page of cob police

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সাড়ম্বরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় স্কুল, ট্রাস্টের পক্ষ থেকে নারীদের সম্মান জ্ঞাপনে উদযাপিত হয়েছে নারী দিবস।


এদিন কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকাতে উদযাপন হয় "আন্তর্জাতিক নারী দিবস"। নারী দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন মহিলা সমিতির শোভা যাত্রাও চোখে পড়ে। কোচবিহার পুলিশের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীর অধিকার ও নারীদের সম্মান জানাল কোচবিহার পুলিশ। পাশাপাশি, মহিলা থানা আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানায় কোচবিহার পুলিশ।

দিনহাটার তেরাপন্থ মহিলা মণ্ডল সমিতির শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন দিনহাটা পুলিশের আইসি সঞ্জয় দত্ত। এছাড়াও, দিনহাটা মহিলা থানার মহিলা পুলিশসহ বিশিষ্ট জনের একাংশ।