সীমান্তবর্তী এলাকা দিনহাটার "সার্কেল" সংস্থার পক্ষ থেকে ২০১৯ এর বাৎসরিক অনুষ্ঠান "সার্কেল অ্যাওয়ার্ড ২০১৯" স্থগিত ঘোষনা করলো সংস্থার তরফ থেকে। এদিন একটি প্রেস বিবৃতিতে সে কথা ঘোষনা কররেন "সার্কেল" সংস্থার সিইও আরিফ হোসেন।
মূলত ২০১৯ এর অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এপ্রিলে করার কথা ছিল। কিন্তু বাধ সাধল "করোনা"। করোনা আতঙ্কের জেরে রাজ্য ও কেন্দ্রের তরফে জমায়েত এড়িয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে "সার্কেল অ্যাওয়ার্ড ২০১৯" অনুষ্ঠানের ব্যবস্থা ও পরিচালনা করা সম্ভব নয় বলে জানান সিইও।
SEE THE OFFICIAL NOTICE


Social Plugin