pic source: hadassmet
বিশ্বজুড়ে করোনার থাবায় জর্জরিত। 'করোনা'-য় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় লক্ষ। 'করোনা'র জেরে প্রাণ চলে গেছে ৫ হাজারেরও বেশি। এমত অবস্থাতেও করোনা মোকাবিলার প্রতিষেধক এখনও আবিস্কার হয়নি। সারা দেশ জুড়ে জারি হয়েছে সতর্কতা। 

আমরা সকলেই জানি, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, হাঁচি, কাশির মতো সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের শারীরিক আরও নানান গুপ্ত সমস্যা হতে পারে বলেই মনে করছে গবেষকরা। ক্ষতিগ্রস্থ হতে পারে অণ্ডকোষও। এমনি দাবি এক গবেষকের। সাথে সাথে ফুসফুসেরও সমস্যা দেখা যেতে পারে।  

টংজি হাসপাতালের অধ্যাপক, গবেষক লি ইউফেং জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আমাদের ফুসফুস, রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরুষের অণ্ডকোষও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ভাইরাসে আক্রান্ত হলে সেরে ওঠার পর অবশ্যই উর্বরতা পরীক্ষা করিয়ে নিতে হবে। ইউফেং জানান, এটি আপাতত তত্ত্বিক অনুমান যা করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর উর্বরতা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।

ইতিমধ্যে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার। গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষেধক আবিস্কারের।