সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) শাখায় আজ থেকে ব‍্যাঙ্কে অবাধ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শাখা কর্তৃপক্ষ। তবে থেমে নেই সাধারন মানুষের কাজ। শাখার বাইরে একে একে যাদের ব‍্যালান্স এনকোয়ারি করতে হবে তাঁদের পাসবুক ব‍্যাঙ্কের কর্মীরাই জমা নিয়ে তা দেখে জানিয়ে দিচ্ছে গ্রাহকদের। টাকা ওঠানোর ক্ষেত্রে পাঁচজন পাঁচজন করে শাখায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

ব‍্যাঙ্কের কর্মী অর্কজ‍্যোতি কুন্ডু জানায়, 'করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। তাই জনসমাগম এড়াতে এই উদ‍্যোগ। যেন সাধারন মানুষের প্রয়োজন মেটানো যায় তাই পাঁচজন পাঁচজন করে ভিতরে প্রবেশ করিয়ে কাজ চালিয়ে যাওয়া হবে।" 

এলাকার বিশিষ্টজনের একাংশ শাখার এই উদ‍্যোগকে স্বাগত জানিয়েছে। এতে করে জনসমাগম এড়ানো যাবে। 

তবে, ব‍্যাঙ্কের শাখার ভিতরে জনসমাগম এড়ানো গেলেও বাইরেটা জনসমাগম রয়েই যাচ্ছে। এনিয়েও ক্ষোভ করেছে অনেকে। 

উল্লেখ‍্য, করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। রাজ‍্যেও ধীরে ধীরে করোনার থাবা আছড়ে পড়ছে। এর জেরে, রাজ‍্য থেকে কেন্দ্র সকলেই বারবার সতর্ক থাকার পরামর্শ দিয়ে চলছে। এমনকি বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ব বিদ‍্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জনসমাগম এড়াতে মেলা, অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।