মোটরযান সংশোধনী আইন পাশ হয়েছে বিধান সভায়। বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান মিলবে বলে দাবি পরিবহন দপ্তরের। কলকাতায় নামবে দশ হাজার বাইক ট্যাক্সি। ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির নম্বর প্লেট যেমন আলাদা থাকে, তেমন ব্যবস্থাই হবে বাইক ট্যাক্সির ক্ষেত্রে বলে জানান পরিবহনমন্ত্রী।
মঙ্গলবার মোটরযান সংশোধিত আইন ২০২০ বিধানসভায় পেশ করা হয়। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কর্মসংস্থানের কথা মাথায় রেখে আইনে সংশ্লিষ্ট পরিবর্তন আনা হয়েছে। বাইকের গড় দাম ৬৫ হাজার টাকা ধরে তৈরি হয়েছে কর কাঠামো। বাইক ট্যাক্সির নম্বর প্লেট বাণিজ্যিক গাড়িগুলির মতোই হবে হলুদ রঙের।
তবে বাইক ট্যাক্সিতে বর্ষাতি ও হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। একটা সাধারন বাইক রেজিস্ট্রেশনে যা খরচ তেমনটাই খরচ লাগবে বাইক ট্যাক্সিতেও। জানা গেছে, কলকাতা ও রাজারহাটে ৬৮টি বাইক ট্যাক্সি চলছে। এক্ষেত্রে যেমন বহু যুবক যুবতী উপার্জনের রাস্তা পাবে তেমনি শহরবাসীরও যাতায়তের ক্ষেত্রে সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। সাথে সাথে কমবে ট্রাফিক যন্ত্রনাও।
Social Plugin