সিনেমা জগৎ ছেড়ে এবার নার্সের অ্যাপ্রণ পরে মুম্বইয়ের একটি হাসপাতালে রোগীদের সেবার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেন শিখা মালহোত্র। শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমাতেও সংক্ষিপ্ত ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজঙ হাসপাতালে নার্সিংয়ের ডিগ্রি লাভ করেছে শিখা। দেশের জরুরীকালীন পরিস্থিতিতে করোনা ভাইরাসের সাথে যুদ্ধে তিনিও সামিল হলেন।
শিখা বলেছেন, আমি কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমার কাছে সেই উপায় রয়েছে।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শিখা বলেছেন, একজন নার্স ,একজন এন্টারটেনার হিসেবে সর্বদাই দেশের সেবার জন্য প্রস্তুত, যেখানেই হোক, যখনই হোক। অনুগ্রহ করে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, সরকারকে সাহায্য করুন।যাঁদের মেডিক্যাল ডিগ্রি রয়েছে, তাঁদের অতি সংক্রামক এই রোগের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন শিখা।
তিনি এই মুহূর্তে মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারেও কাজ করছেন। শিখা বলেছেন, তিনি বেশ কয়েকটি নামী হাসপাতালে আবেদন করেছিলেন। বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা বলার পর বালাসাহেব ঠাকরের নামাঙ্কিত হাসপাতালে কাজ করছেন।
শিখার এমন পদক্ষেপে বেশ প্রশংসা কুড়োচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তার এই উল্লেখযোগ্য পদক্ষেপ সত্যিই অতুলনীয়।
Shikha Malhotra on Instagram: "Hindu Hriday Samrat Bala Saheb thakrey #hospital #isolationward from tomorrow onwards 27/03/20 On the behalf of my Bsc(hons) #nursing..."
791 Likes, 88 Comments - Shikha Malhotra (@shikhamalhotra_official) on Instagram: "Hindu Hriday Samrat Bala Saheb thakrey #hospital #isolationward from tomorrow onwards 27/03/20 On..."
Social Plugin