Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শালবাড়ী ২ নং অঞ্চল দুঃস্থ পরিবারদের খাদ্য বিতরন করলেন


তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে শালবাড়ী ২ নং অঞ্চলে দুঃস্থ পরিবারদের খাদ্য বিতরন করলেন বৈশাক মান্তা।

চারিদিকে এখন একটা ভয়। আর সেই ভয়ের নাম করোনা আতঙ্ক। পৃথিবী জুড়ে চলছে লকডাউন। মানুষ এখন গৃহবন্দী। তবে প্রতিটি দেশের সরকার, প্রতিটি রাজ্যের সরকার প্রানপন লড়াই করে চলেছে এই রোগকে হারানোর জন্য। সরকারের পক্ষ্য থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। গরীর মানুষরা সবাই এখন খাদ্যের জন্য চিন্তিত। এমন অবস্থায় শালবাড়ী ২ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে নেওয়া হল গরীরদের জন্য এক ভালোবাসার পদক্ষেপ। গ্রামের ৩৭০ টি পরিবার কে অন্ন দেওয়ায় ব্যাবস্থা করলো তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দিলেন মাননীয় বৈশাক মান্তা। আজ সকাল থেকে গ্রামের প্রতিটি পরিবার কে তাদের হাতে তুলে দেওয়া হয় অন্ন। প্রতিটি পরিবারকে মাননীয় বৈশাক মান্তা মহাশয় জানান "কেউ এই রোগ কে ভয় পাবেন না। সবাই একটু সতর্ক থাকুন। সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।"

Ad Code