Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩১ মার্চ পর্যন্ত চলবে না রেল, লক ডাউনের পথে দেশ!


লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সতর্কতা কড়াকড়ি করতে বড়সড় সিদ্ধান্ত নিল রেল। ৩১ মার্চ পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশজোড়া রেল পরিষেবা। আজ মধ্যরাত থেকেই লাগু হচ্ছে এই নিয়ম। সব দূরপাল্লার মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিল রেলওয়ে বোর্ড। ফলে কার্যত আশিংক লক ডাউনের পথে দেশ। জানানো হয়েছে শহর ও শহরতলি থেকে কোনও ট্রেন ছাড়বে না। বন্ধ করে দেওয়া হচ্ছে মেট্রো পরিষেবাও। কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে না মেট্রো রেলও। তবে, অত্যাবশকীয় পণ্য পরিবহণের জন্য শুধুমাত্র চালু থাকবে মালগাড়ি। 

আজ রবিবার সকাল সাতটা থেকে শুরু হচ্ছে জনতা কার্ফু। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতে প্রস্তুত গোটা দেশ। ইতিমধ্যেই ট্রেন, মেট্রো থেকে পরিবহণের অন্যান্য বিভাগও কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ জরুরি পরিষেবার ক্ষেত্রে নামমাত্র বাস,ট্রেন। এক ঘণ্টা অন্তর চলছে মেট্রো চলছে । পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দেশে আন্তর্জাতিক বিমান ওঠা নামা বন্ধ। কার্যত থরহরিকম্প গোটা দেশ। একদিকে মৃতের সংখ্যা, অন্যদিকে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে দুইই। পৃথিবীতে ১৮৫, দেশে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজারেরও বেশি মানুষ।
**News Source: Zee 24ghanta

Ad Code