আতঙ্কের আর এক নাম এখন করোনা। সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ দাপিয়ে বাড়ছে। ভারতেও ধীরে ধীরে মারাত্মক আকার ধারন ধারন করছে করোনা ভাইরাস। দিল্লী সরকার ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একিই পথে হাটল রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামি ৩১শে মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কাজ বন্ধ থাকবে। সাথে সাথে আবাসিক ছাত্রাবাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছাত্রাবাস গুলো বন্ধেরও নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত রকমের অনুষ্ঠান, সেমিনার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতভাবে ঠিক হয় যে, চলতি বছরের ১৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত যে স্কুল পরীক্ষাগুলো নির্ধারিত ছিল তা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত স্থগিত থাকবে৷
Social Plugin