শিক্ষক নিয়োগের পরীক্ষায় এবার বড়সড়ো রদবদল করেছে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার নম্বর বিভাজন থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতিতেও আমূল পরিবর্তন। এমনকি, তুলে দেওয়া হয়েছে পার্সোনালিটি টেস্ট বা মৌখিক পরীক্ষা। তবে, পিছু ছাড়ছে না বিতর্ক। সোশ‍্যাল নেট ওয়ার্কিং সাইট গুলোতে ধীরে ধীরে ক্ষোভ উগরে দিচ্ছে চাকুরি প্রার্থীরা। 

অন‍্যদিকে, একটু হলেও চিন্তিত বিএড পড়ুয়ারা। প্রশ্ন উঠছে, যারা তৃতীয় বা চতুর্থ সেমিস্টারে বিএড কোর্সে পাঠরত তাঁরা কি এস এস  সি পরীক্ষায় বসতে পারবে? যদিও, পরিবর্তিত নিয়মে এবিষয়ে তেমনভাবে কোনো ইঙ্গিত দেয়নি কমিশন। এদিকে, বিএড পড়ুয়াদের একাংশ এ বিষয়ে বেশ চিন্তিত।

তবে বিএড পড়ুয়ারা মনে করছে তাঁদের বসতে দেওয়া উচিত এস এস সি-তে। বিএড কোর্সে পাঠরত মিন্টু পাল নামে এক প্রার্থী বলেন, "প্রাথমিকে শিক্ষক নিয়োগে যেভাবে ডিএলএড পাঠরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছিল সেভাবেই এক্ষেত্রেও বিএড পাঠরত শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া হোক।" 

যেহেতু তাঁরা শিক্ষকতা করার জন‍্য বাধ‍্যতামূলক কোর্স বিএড করছে তাই তাঁদের এই দাবি বলে জানান তিনি। 

তবে আদৌ তাঁদের বসতে দেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তিত বিএড শিক্ষার্থীরা।