Latest News

6/recent/ticker-posts

Ad Code

যেকোন ধরণের অপারেশন বা অস্ত্রোপাচারের সময় চিকিৎসকেরা নীল বা সবুজ রঙের পোশাক পরেন কেন?

Pic src: Internet
যেকোন ধরণের অপারেশন বা অস্ত্রোপাচারের সময় চিকিৎসকেরা নীল বা সবুজ রঙের পোশাক পরেন কেন?


অপারেশন বা অস্ত্রোপাচারের সময় চিকিৎসকেরা এমনকি রুগীকেও নীল বা সবুজ রঙের পোশাক পরিয়ে তবেই অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং অস্ত্রপাচার করা হয়। কিন্তু কেন?

আসলে এই দুই রং ব্যাতিত অন্য রঙের পোশাকের পেছনে রয়েছে মনস্তাত্বিক বিষয়। অপারেশন বা অস্ত্রোপাচার মানেই রক্তা-রক্তি ব্যাপার। সেটা বড় অপারেশন হোক আর ছোট কোন অপারেশনই হোক রক্তপাত হবেই।

আর এই অপারেশনে চিকিৎসকদের ও রুগীর কাপড়ে রক্ত লাগবেই। আর এই অবস্থায় যদি পরনে থাকে সাদা পোশাক তাহলে রক্তের দাগ দেখতে খারাপ লাগবে। অপারেশন টেবিলে শুয়ে থাকা রুগী সেটা দেখে আতঙ্কিত হয়ে যেতে পারে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

আর বিজ্ঞানসন্মত যুক্তি অনুযায়ী নীল ও সবুজ রং আসলে লাল রঙের পরিপূরক রং। নীল বা সবুজ রঙের মধ্যে লাল রং  মেশালে তা কালো হয়ে যায়। আর এই ধরনের রং রোগীকে খুব একটা বিপাকে ফেলতে পারে না। যার কারনেই অপারেশন বা অস্ত্রোপাচারের সময় চিকিৎসকেরা নীল বা সবুজ রঙের পোশাক পরেন ।

Ad Code