ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে। এর প্রভাবে আগামী বেশ কয়েকঘন্টার মধ্যে ঝাড়খণ্ড, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়ার কিছু জায়গায়। আজ রাতের মধ্যে ওই সমস্ত অঞ্চলে আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। আজ রাতের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

আগামী ৪৮-৭২ ঘণ্টায় মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। 

source: weather of west bengal