![]() |
Pic source: Twitter ANI |
সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায় অভিযান চালিয়ে এনকাউন্টারে দুই কুখ্যাত দুষ্কৃতীকে খতম করে।
ভোর রাতে এলাকায় পুলিশ ঢুকতেই তাঁরা খবর পায়। সেই সময় পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই দুষ্কতী। তাদের আটকানোর চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালাতেই খতম হয় ওই দুজন।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের নাম রাজা কুরেশি এবং রমেশ বাহাদুর। গুলির আঘাত লাগার পর পুলিশ দুষ্কৃতীদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্রের খবর, তাঁরা খুন, রাহাজানিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ছিল। সম্প্রতি কাওয়াল নগরের একটা খুনে তাঁদের নাম জড়ানোয় পুলিশ তল্লাসি চালাচ্ছিল তাঁদের।
Social Plugin