সাহেবগঞ্জ শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ পরিচালিত সাহেবগঞ্জ তপোবন শিশুতীর্থ -এর বার্ষিক ক্রীড়া উৎসব "ছুটবো-খেলবো-হাসবো" সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব ময়দানে আয়োজিত হয়। এদিন প্রথমে মার্চপাষ্ট করে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের সভাপতি দিলিপ কুমার রায় মহাশয়। এছাড়াও, উপস্থিত ছিলেন তপোবন শিশুতীর্থের পরিচালন কমিটির সম্পাদক বীরেন্দ্র বর্মন মহাশয়, তপোবন শিশুতীর্থের অধ্যক্ষ কনক বর্মন মহাশয় সহ সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।
এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালকদের জন্য ছিল দৌড়, ফ্রগ রেস, গেট সেট গো, বল নিক্ষেপ, চকলেট দৌড়, বেলুন দৌড়। বালিকাদের জন্য ছিল দৌড়, এক পায়ে দৌড়, স্কিপিং, ভারসাম্য দৌড়, ফুল কুড়ানো দৌড়, চকলেট দৌড়, বেলুন দৌড়। সকলের জন্য যেমন খুশি সাজ প্রতিযোগিতা।এছাড়াও, অভিভাবক- শিক্ষকদের জন্য হিট দ্যা উইকেট, অভিভাবিকা-শিক্ষিকাদের জন্য মিউজিক্যাল বল, প্রাক্তন ছাত্রদের জন্য হিট দ্যা উইকেট, প্রাক্তন ছাত্রীদের জন্য জলে বল নিক্ষেপসহ একাধিক প্রতিযোগিতায় সমৃদ্ধ ছিল এদিনের ক্রীড়া প্রতিযোগিতা।
বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল বর্মন জানান, খেলাধুলা আমাদের রক্তে মিশে। শিশুদের আনন্দ, উল্লাসে, খেলাধুলায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। খেলায় পুরষ্কার বড় কথা নয়, অংশ গ্রহণ করাই বড় কথা। আজ শিশুরা ক্রীড়া প্রতিযোগিতা থেকে কিছু শিখবে জানবে এটাই বড়ো ব্যাপার। প্রতি বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ গ্রহণ করা হয়। প্রায় সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যায়। মাঠের চারিদিকে সকল ছাত্র ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ভিড় জমায় খেলা উপভোগ করতে। এছাড়াও এলাকার মানুষজন হাজির হয়েছে। চারিদিকে উৎসব উৎসব পরিবেশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊