সুজাতা ঘোষ, বাগডোগরা:
'কন্যাভ্রুণ হত্যা' আইনত দণ্ডনীয় অপরাধ হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখনো এই পৈশাচিক কাজ চলছে লোকচক্ষুর আড়ালে ;ফলে পুরুষ ও মহিলার অনুপাত কমছে। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রশিক্ষণার্থীরা।

'কন্যাভ্রূণ হত্যা'র প্রতিরোধে ও সাধারণ মানুষকে সচেতন করতে পদযাত্রা ও পথনাটিকার আয়োজন করা হয়। আজ সকাল ১১ টায় মহাবিদ্যালয়ের প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়, এই পদযাত্রায় অংশ নেয় শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, দ্বিতীয় ও চতুর্থ অর্ধবর্ষের প্রশিক্ষণার্থী ও শিক্ষাকর্মীরা। 

এছাড়াও শিবমন্দির এলাকায়(সাবিত্রী সুইটসের সামনে) শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের দ্বারা একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় , বিষয় -'কন্যাভ্রূণ হত্যা '  । পরিচালনায় শুভাশিস কুন্ডু, এই নাটকের সঙ্গে যুক্ত অভিনীত চরিত্র গুলি হল - নাটকের সূত্রধর ( সদর শেখ) বাবা (দীপঙ্কর চক্রবর্তী) মা ( মিতালী সাহা) মেয়ে (তানিয়া মজুমদার) নার্স ( সুজাতা ঘোষ ) মেয়ের মামা (কনাদ দত্ত ) বস্ (সৌরভ দাস) রিপোর্টার (নিবেদিতা কুন্ডু)। অনুষ্ঠানটি শেষ হয় আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।