pic source: keralakamudi
রাজ্যে এনপিআর ও সিএএ লাগু করতে শরিক এনসিপি মুখ্যমন্ত্রীকে মানিয়ে নেওয়ার কথা বললেও উদ্ধব ঠাকরের বিরুদ্ধে হুমকি দিল মহারাষ্ট্রের জোট শরিক সমাজবাদী পার্টি।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর উদ্ধব ঠাকরে রাজ্যে সিএএ ও এনপিআর করার ব্যাপারে জোর দিয়ে বলেছেন তিনি।

মহারাষ্ট্রে সমাজবাদী পার্টি নেতা আবু আজমি বলেন, বিধানসভায় কেরল ও পশ্চিমবঙ্গ  এনআরসি-এনপিআর এর বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে। মহারাষ্ট্র সরকারেরও উচিত সেই ধরনের প্রস্তাব পাস করা। দুটি বিষয়ই মুসলিমদের বিপদে ফেলবে। জনগণনার মতো এনপিআর করা হলে আমার তার বিরোধিতা করব। এখন মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি, পরে অন্য রাস্তা ধরতে পিছপা হব না।

কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা মণীশ তিওযারি উদ্ধব ঠাকরেকে এনআরসি, এনপিআর ও সিএএ-র মধ্যে সম্পর্কের কথা ভেবে দেখতে অনুরোধ করেছেন।