আগামিকাল ১৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে মাধ‍্যমিক ২০২০ এর পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম এই বড় পরীক্ষায় শিক্ষার্থীরা তাঁদের অভিভাবক-অভিভাবিকাদের নিয়েই সেন্টারে পৌঁছাবে। এর জেরে শহরের বিভিন্ন চৌপথি, রাস্তার মোড়ে ভিড়, যানজট সৃষ্টি হবে প্রতিবছরের ন‍্যায়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারন যাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীদেরও। 

মাধ‍্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে যানজটে আটকে পড়ে যেন তাঁদের সময় নষ্ট না হয় ও সঠিকভাবে সেন্টারে পৌঁছাতে পারে সেই দিকেই নজর দিতে উল্লেখযোগ‍্য পদক্ষেপ নিল SFI এর দিনহাটা আঞ্চলিক কমিটি। এদিন, SFI এর দিনহাটা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক ও যানজট ঠেকানোর আর্জি জানিয়ে দিনহাটা থানার ওসিকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দিনহাটা শহরের উল্লেখযোগ‍্য স্থানগুলি চিহ্নিত করে যানজট নিয়ন্ত্রন করার আর্জি জানানো হয়। 


সেই সাথে টোটো চালকদের কাছে যানজট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করা হয়। 

এছাড়াও, মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার মোড়ে মোড়ে SFI এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।