ডাকাতদের ফেলে যাওয়া তাজা বোমা 

বড়োসড়ো ডাকাতির ঘটনা ঘটলো কাকদ্বীপে। ঘটনাটি ঘটেছে  বুধা খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিক পুর তেতুলতলা গ্রামে। 

জানা যায় শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে দুটো নাগাদ 7-8 জনের ডাকাতদল বড় ডাকাতি করে পালিয়ে যায়। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায় গতকাল ঠিক দেড়টা থেকে দুটো নাগাদ সশস্ত্র ডাকাত বাহিনী  আদিত্য সামন্তের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়। 

ডাকাতির সময় বাড়ির মালিক আদিত্য সামন্তকে অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। সশস্ত্র আর্যুন ডাকাত বাহিনী আদিত্য সামন্ত বাবুর বাড়ি থেকে আনুমানিক প্রায় ১২ লক্ষ টাকার সোনা ও ৩০ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয়! 

পরে কাকদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কয়েকটি আশে পাশের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করে। 

ঘটনার সময় বাড়িতে থাকাকালীন ডাকাতদল আদিত্য বাবুর ছোট মেয়েকে মাথায় বন্দুক ঠেকিয়ে আদিত্য বাবুকেমাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রহার করে এবং স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেখিয়ে সবকিছু লুটপাট করে চম্পট দেয়। 

পালিয়ে যাওয়ার সময় আসে পাশের বাড়িগুলোর সামনে তাজা বোমা রেখে দিয়ে ডাকাতদল পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে গোটা গ্রামে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।  আহত আদিত্য বাবুকে চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।