Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর এন টেগোর পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান



সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী এলাকার জোড়কালীর পাঠ এলাকায় আর এন টেগোর পাবলিক স্কুল। প্রতি বছরের ন‍্যায় এবছরেও অনুষ্ঠিত হলো বিদ‍্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে ছোটোদের অঙ্কন প্রতিযোগিতা, আবৃতি প্রতিযোগিতা, নৃত‍্য প্রতিযোগিতা ও কুই্যজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান রেনুকা খাতুন বিবি মহাশয়া। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক বিপ্লব রহমান, রাকেশ বর্মন, পার্বতী বর্মন ও বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় ঝা প্রমুখ। এদিনের অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে বেশ উন্মাদনা দেখা যায়। বিদ‍্যালয়ের সকল ছাত্রছাত্রীই ইভেন্টগুলোতে অংশগ্রহন করে। চারিদিকে উৎসব উৎসব পরিবেশে মুখরিত। অতিথি ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক বিপ্লব রহমান বলেন, "সাংস্কৃতিক উৎসব করা জরুরি। দিন দিন ডুবতে বসেছে সংস্কৃতি, ইলেকট্রনিক এ যুগে সবাই ব‍্যস্ত মোবাইল বা ল‍্যাপটপে। আর এন টেগোর পাবলিক স্কুলের এই প্রয়াস সত‍্যিই অসাধারন। যা আমাদের সমাজে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করবে।"

Ad Code