সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের অধীনে বালিকা বন্দরে CAA এর সমর্থনে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক পথ সভা।

উপস্থিত ছিলেন ZP 26 মন্ডল সভাপতি মৃদুল ঈশোর ,দীপ্তিমান সেনগুপ্ত ,শিবু বর্মন, তপু সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

শিবু বর্মন জানান ""আমার মনে হয়  CAA  অত্যন্ত সময়োপযোগী উদ্বাস্তুদের জন্য এবং দেশের সুরক্ষার জন্য.। "