মঙ্গলবার থেকে শুরু হয়েছে  ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা। এ বছর পশ্চিমবঙ্গে মোট  ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিচ্ছে। মোট ২ হাজার ৮৩৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু উত্তরবঙ্গে এবছর পরীক্ষার্থীর সংখ্যা টা গতবারের তুলনায় অনেকটাই কম।
   
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222
     এবারে উত্তরবঙ্গের আট জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ  ১২ হাজার ৯৪০ জন। গতবারে সংখ্যাটা ছিল ২ লাখ ২৬ হাজার ৪০৬ জন। গতবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩০৫ জন। এবারে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮ জন।

চলতি বছরে উত্তরবঙ্গে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা মালদহ জেলায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৯২৩ জন। আর সবচাইতে কম পরীক্ষার্থী রয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ২০ জন। উত্তরবঙ্গে এবারে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬৭৬টি।