আরিফুলইসলাম, 21শে ফেব্রুয়ারি, শিবমন্দির: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষভাবে উদযাপন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বাংলা বিভাগের উদ্যোগে প্রথম পর্বে সকাল ৭:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অধ্যাপকবৃন্দের সাথে পা মিলিয়েছেন বিভাগের সকল ছাত্রছাত্রী ও গবেষক।
দ্বিতীয় পর্বে, সকাল ৯ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত, আবৃত্তি, নৃত্যনাট্য , সমবেত সংগীত ও অধ্যাপকদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক উৎপল মণ্ডল, অধ্যাপিক মঞ্জুলা বেরা, অধ্যাপক সূর্য লামা, অধ্যাপিকা শর্মিষ্ঠা পাল , আধ্যাপক প্লাবন সিংহ , অধ্যাপিকা হাসনারা খাতুন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা দেবিকা সাহা এবং অন্যান্য ।
সকলেই মাতৃভাষার অধিকারের কথা আলোচনার মধ্য দিয়ে বিশেষভাবে বাংলা ভাষার চিরস্থায়ীত্বের কথা তুলে ধরেন। ভাষা প্রেমিকদের অবাধ উপস্থিতিতে দিনটি সুষ্ঠুভাবে পালিত হলো বলে জানানো হয় বাংলা বিভাগের পক্ষ থেকে।
Social Plugin