![]() |
pic source: indian navy |
রবিবার সকালে যুদ্ধ বিমান প্রশিক্ষন চলাকালীন সকাল দশটা নাগাদ মিগ-২৯কে বিমানটি ভাস্কো উপকূলে যুদ্ধ জাহাজ আএইএসহংস থেকে উড়ে গিয়ে কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিমানটি ভেঙ্গে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে, বিমানের পাইলট অক্ষত রয়েছে বলে জানিয়েছে নৌসেনা।
নৌবাহিনীর মুখপাত্রের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘‘আজ সকাল সাড়ে দশটা নাগাদ মিগ-২৯কে রুটিন ট্রেনিং-এর সময় গোয়ার উপকূলে ভেঙে পড়ে। পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়েছেন। তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
Social Plugin