আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

 


কমপক্ষে একজন পুরুষকে নিবীর্যকরণ করাতে হবে এমনিই নির্দেশ দেওয়া হয়েছে মধ‍্য প্রদেশের স্বাস্থ‍্যকর্মীদের। নিবীর্যকরণ করাতে না পারলে স্বাস্থ‍্য দপ্তরের কর্মীদের চাকুরি পর্যন্ত চলে যাবে। সঠিক দায়িত্ব পালন না করলে মাইনে কেটে নেওয়ার কথাও বলা হয়েছে এই নির্দেশিকায়। 

রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের এই নির্দেশে বলা হয়েছে, যিনি এই নিবীর্যকরণের লক্ষ্যপূরণ করতে না পারবেন, তাঁর অনিচ্ছা থাকলেও জোর করে ভিআরএস দেওয়া হবে তাঁকে অর্থাৎ চাকরি থাকবে না। 

রাজ্য হেলথ মিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ, যেখানে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ১৯৫২ সালে রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে নিবীর্যকরণ চালু হয়। এই প্রকল্পে পুরুষদের সহযোগিতা বাড়ানো সব থেকে বড় চ্যালেঞ্জ।

মধ‍্য প্রদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচীতে এ বিষয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে একজন পুরুষকে নিবীর্যকরণ করা বাধ‍্যতামূলক। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222