২০২০-র সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকলো অনেক শুভেচ্ছা। শেষ মুহূর্তে এই বড় প্রশ্ন গুলো একবার দেখে নাও। আশাকরি প্রয়োজনে লাগবে। সাথে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আগামী সংখ্যায় কিছু নমুনা প্রশ্ন দেবো, দেখে নিও। তবে মনে রাখবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সমস্ত বই খুঁটিয়ে পড়তে হবে।
বিভাগ-ক
F.M-35
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] ৭x৫=৩৫
ক] বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন? সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপগুলির বর্ণনা দাও। ২+৫=৭ অথবা,
পর্যায়ন এজেন্টগুলি কি কি? চিত্রসহ আটের্জীয় কূপের গঠন বর্ণনা কর। অ্যাটল কি? ২+৩+২=৭
খ] নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। আরোহন ও অবরোহন পদ্ধতির পার্থক্য লেখো। 5+2=7
অথবা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী? 5+2=7
খ] ক্ষয়চক্রের বাঁধা বলতে কি বোঝ? এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখ। ত্রিকোশ সঞ্চালন মডেলটি ব্যাখ্যা কর। ২+২+৩=৭ অথবা,
জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখ। মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লিখ। মৃত্তিকার ক্যাটেনা কি? ৩+৩+১=৭
গ] ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কী? লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্টগুলি উল্লেখ করো। 4+3=7
অথবা,
বিশ্ব উষ্ণায়নের পৃথিবীব্যাপি প্রভাবগুলি উল্লেখ করো। জীববৈচিত্রের গুরুত্ব কী? দূর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3+2+2=7
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
ঘ] ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লিখ। ভারতে আখ চাষের সমস্যা গুলি কি কি? শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নতি লাভ করেছে কেন? ২+২+৩=৭ অথবা,
কোয়াটারনারী ও কুইনারী অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লিখ। দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের ভূমিকা লেখ। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানী নির্ভর কেন? ২+৩+২=৭
ঙ] শিল্পস্থাপনে কাঁচামাল ও পরিবহনের ভূমিকা লেখ। মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন? ৪+৩=৭ অথবা,
ইকোট্যুরিজম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের বস্ত্রশিল্প নিউইংল্যান্ড অঞ্চল হতে দক্ষিনে স্থানান্তরের কারন কি? ভারতে গাড়িশিল্পে সাম্প্রতিক মন্দার কারন কি? ২+৩+২=৭
চ] জনসংখ্যা বণ্টনে প্রবজনের ভূমিকা কি? কার্যাবলীর ভিত্তিতে শহরের শ্রেণি বিভাগ কর। ছত্তিসগড়ে কোন কোন আদিবাসী বসবাস করে? ২+৪+১=৭ অথবা,
জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি?- আলোচনা কর। ছত্তিশগড়ের খনিজ সম্পদ ও শিল্প সমাবেশের বিবরণ দাও। ৪+৩=৭
Social Plugin