SER-10,ময়নাগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : আজ বিকেল ৪টা নাগাদ জলপাইগুড়ি জেলা অতিথি অধ্যাপক সমিতির পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে জরুরী ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হল ময়নাগুড়ির টাউন ক্লাবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী স্থায়িকরনের ও নিয়গপত্রের কথা বললেও এখনো তা দেওয়া হয়নি বলে জানা যায় । এ'নিয়ে অতিথি অধ্যাপকরা চিন্তিত। এই দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পেতে আজকের এই কর্মসূচি বলে জানা যায়।
জানা যায়, কলেজ থেকেও কোন বেতন না পাওয়াতে অতিথি অধ্যাপকদের দুশ্চিন্তা দেখা দিচ্ছে। আগে যে টাকা কলেজ থেকে দিত সেই টাকাও কলেজ দিচ্ছে না বলে অভিযোগ।
পরবর্তীকালে অতিথি অধ্যাপকদের ভবিষ্যত কি হবে? এবং এর পাশাপাশি আজকে নতুন করে কমিটি ও তহবিল করা হয় এই আলোচনা সভা থেকে।
উপস্থিত ছিলেন রাজ্য প্রতিনিধি রাম প্রসাদ রায়, অধ্যাপক সংগঠনের জেলা সভাপতি রসিবুল হক প্রমুখ।
Social Plugin