যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি, যা বেশ কিছুক্ষন ধরে সার্চ করা হয় পর্যবেক্ষন করা হয় তা যদি একবার গুগল বা অন্য কোনো সাইটে সার্চ করা হয় তবে পরবর্তীকালে পপ আপ হোক বা স্ক্রলের মাঝে সেইসব জিনিসের বিজ্ঞাপন চলে আসে। ওয়াকিবহালরা মনে করছে, আপনার গোপন তথ্য মোটা অঙ্কে কেনা বেচা চলে। বেশ কয়েকটা সংস্থা আপনার তথ্য ফেসবুককে তথ্য সরবরাহ করে।
আপনি যদি আপনার গোপন তথ্য ফেসবুকের কাছে বিক্রি করে দিতে না চান, তাহলে কী করবেন?
ফেসবুকে ‘Off-Facebook activity’ অপশন রয়েছে। প্রথমে ফেসবুকের সেটিংসে প্রবেশ করুন। সেখানে থেকে ফেসবুক ইনফরমেশন, এরপর ‘Off-Facebook activity’ অপশনে ক্লিক করুন। এই অপশন থেকেই আপনার অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারবেন।
আপনার ফেসবুকের Off-Facebook activity-তে গেলেই আপনি জানতে পারবেন একাধিক ওয়েবসাইট আপনার ফেসবুককে বিক্রি করছে। এই তালিকায় যেমন থাকবে আপনার অধিক ব্যবহৃত ওয়েবসাইট তেমনি পাবেন জীবনে একবার বা দুবার উঁকি মারা ওয়েবসাইট গুলোও। আপনার কোনো অ্যাক্টিভিটি যদি ফেসবুকের সাথে শেয়ার করতে না চান তবে Clear History তে ক্লিক করতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊