বিগত দিনে দিনহাটা মহকুমা হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠেছে একাধিকবার। এবারও একবার দিনহাটা মহকুমা হাসপাতালের রোগীদের প্রতিনিয়ত সমস‍্যা সমাধানে পদক্ষেপ নিল দিনহাটা জনজাগরণ মঞ্চ। 

দিনহাটা মহকুমা হাসপাতালে সিটি স্ক‍্যান, এম. আর. আই মেশিনসহ ইত‍্যাদি নানান প্রয়োজনীয় উপকরন না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে রোগী ও রোগীর পরিজনেরা। পরিকাঠামোগত ত্রুটির জেরে কখনও কখনও অপারেশনসহ বেশ কিছু সমস‍্যা মেটাতে ছুটতে হয় কোচবিহার কিংবা শিলিগুড়িতে। সরকার যখন হাসপাতালের রোগীদের জন‍্য পরিষেবা বৃদ্ধির জন‍্য সচেষ্ঠ তখন কিছু স্বার্থানেষী ডাক্তারের গাফিলাতির জেরে রোগী ও রোগীর পরিজনদের নানাবিধ সমস‍্যার সম্মুখীন হতে হচ্ছে। উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে‌ ।

এদিন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ইন্টটেন্ডেট ডাক্তার পুলক আদককে হাসপাতালের কিছু বিশেষ সমস‍্যা সমাধানের আর্জি জানিয়ে দিনহাটা জনজাগরণ মঞ্চ এর পক্ষ থেকে একটি স্মারক লিপি প্রদান করা হয়। এম আর আই, সিটি স্ক‍্যান ইত‍্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর আর্জি জানানো হয়। 

এছাড়াও, স্মারক লিপিতে স্পষ্ট বলা হয়েছে, "বিশেষ করে ডাক্তার ইমরান বৈদ‍্যকে সময় মতো আউটডোরে পাওয়া যায় না এবং দাঁতের কোনো অপারেশন হাসপাতালে হচ্ছে না। এতে সমস‍্যায় পড়তে হচ্ছে রোগীদের।"