![]() |
Pic source: ndtv |
লোকসভা ভোটের পর নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরকে একুশের লক্ষ্যে নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। কেজরীবালকে দিল্লিতে জেতানোয় বড় ভূমিকা নিয়েছিলেন পিকে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যে জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন প্রশান্ত কিশোর।
বর্তমানে রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সী, মোহন্ত জ্ঞানদাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। এবার সেই তালিকায় যুক্ত হল প্রশান্ত কিশোর-র নাম। এখন মোট ১১ জন জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।
নবান্নের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,''সরকারি কর্মীদের ডিএ দেওয়ার টাকা নেই। রাজ্য দেনায় ডুবে রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, কোষাগারে টাকা নেই। সেই রাজ্যে মানুষের করের টাকায় প্রশান্ত কিশোরকে নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।''
Social Plugin