নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব আইনে পরিণত হ ওয়ার সাথে সাথে দেশজুড়ে ধিক্কার, মিছিল সমাবেশে ফেটে পড়েছিল দেশ। প্রায় সকল রাজনৈতিক দল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছে।
এদিন কোচবিহার জেলা CPIM কমিটির ডাকে কোচবিহার রাসমেলা মাঠে NRC - NPR - CAA বিরোধী সমাবেশ সংঘটিত হয়। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী প্রমুখ। উক্ত সমাবেশ থেকে ঐক্যবদ্ধভাবে NRC - NPR - CAA প্রতিরোধের বার্তা দেন বক্তাগন। এদিনের এই সমাবেশ ঘিরে প্রচুর মানুষের সমাবেশ ঘটে রাসমেলা ময়দানে।
NRC-NPR-CAA এর বিরুদ্ধে জনমত গঠন করে ঐক্যবদ্ধভাবে লড়ার ডাক দিলেন সিপিআইএম নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊