রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কোর্টের মামলায় জেরাবার। তা থেকে কবে নিস্তার পাবে প্রার্থীরা তার কোনো ঠিক নেই।
আবার শিক্ষক নিয়োগের পরেও বৈধতা সংক্রান্ত বিষয়েও মামলা দায়ের হচ্ছে আদালতে। আপার নিয়োগেও এখোনো চলছে মামলা।
অপরদিকে, প্রাথমিক টেট ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার রায়ের জন্য প্রার্থীরা আদালতের দিকে তাঁকিয়ে। মামলার শুনানি দ্রুত হবে বলে জানা গেছে আদালত সূত্রে। এই মামলায় ১৩০ জন প্রার্থীর মধ্যে ৩৭জন ওবিসি প্রার্থীর ইন্টারভিউ হয়েছে। আগামী ২৮শে ফেব্রুয়ারী পরবর্তী শুনানি। পরবর্তী শুনানির পরেই বাকি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে ।
যদিও, অনুমান করা হয়েছিল এই মামলা কোর্টে উঠলে সাধারণ, ওবিসি-বি, এসটি, এসসি প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু তা হয় নি।
প্রতিভা মণ্ডলের প্রাথমিক এর ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা কোর্টে উঠবে শুনানির জন্য। এখন শিক্ষকদের একাংশ এই মামলার দিকেই তাকিয়ে।
Social Plugin