রবীন মজুমদারঃ  বকখালিতে ঘুরতে যাওয়ার সময দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১১ জন। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার পোস্ট অফিস স্টপেজের কাছে। আহতরা হলেন সুমন ঘোষ (৩১), গণেশ মণ্ডল (২১), কাজল দাস (২৮), কাজল কান্তি দাস (৩১), উত্তম দাস (৩৫), অভিজিৎ মন্ডল (২৪), দেবাশীষ দাস (৩০), শুকদেব দাস (৩৫), গোপাল দাস (৩০), অমিত দাস (৩৯), শুভজিৎ জানা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কাকদ্বীপ এলাকার ১১ জন বাসিন্দা একটি প্রাইভেট গাড়িতে করে বকখালিতে ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার সময় পোস্ট অফিস স্টপেজের কাছে একটি ৪০৭ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ১১ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান।

পরে ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, চিকিৎসক তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।