Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতার পাশে দাঁড়িয়ে CAA এর বিরোধীতা ও ভাষা বৈচিত্র‍্যের পক্ষে সওয়াল করলেন যোগেন্দ্র

Pic source: Twitter

নাগরি সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশে যে আন্দোলন সংঘটিত হয়েছে তার অন‍্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। অন‍্যদিকে স্বরাজ অভিযান দলের প্রধান যোগেন্দ্র যাদবও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী মুখ বলেই পরিচিত। ভাষা দিবসে কলকাতায় এসে যোগেন্দ্র যাদব সাক্ষাৎ করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের সাথে। যোগেন্দ্র যাদবের পাশে দাঁড়িয়ে ভাষা দিবসের দিনে মুখ‍্যমন্ত্রী আরও একবার ঐক‍্যবদ্ধ ভারতের শপথ নেওয়ার কথা বলেন। তিনি বলেন, মা-কে ছিন্নভিন্ন করে হবে না। আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস তখনই ঠিক হবে, যদি 'ইউনাইটেড ইন্ডিয়া' ঠিক থাকে।

এদিন ভাষা দিবসে শ্রদ্ধার্ঘ অর্পনে শিল্পীদের আগে শ্রদ্ধার্ঘ প্রদান করতে বলেন মুখ‍্যমন্ত্রী। পরে তিনি পুষ্প দেন। যোগেন্দ্র যাদব মনে করেন এটাই উচিত, শিল্পীদের সম্মান জানানো। 

এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার সাথেসাথে ভারতের ভাষা বৈচিত্র্যের পক্ষে সওয়াল করেন যোগেন্দ্র যাদব।

যোগেন্দ্র যাদব বলেন, বিজেপি হিন্দি, হিন্দু, হিন্দুস্থান করতে চাইছে। কিন্তু হিন্দি, হিন্দু, হিন্দুস্থান দিয়ে ভারতবর্ষ হবে না। ভারতে অনেক ভাষা। তাই কোনও একটা ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না। প্রত্যেকটা ভাষাকে উঠে দাঁড়াতে হবে।



আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

 

Ad Code