Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ তৃণমূল উদবাস্তু সেলের পক্ষ থেকে CAA, NPR, NRC বিরোধী প্রচার

পশ্চিমবঙ্গ  তৃণমূল উদবাস্তু সেলের   পক্ষ থেকে  CAA,  NPR,  NRC বিরোধী  প্রচার  নিগমনগরে ।


SER-20, নিগমনগর   ১৩-ই  ফেব্রুয়ারী,   ২০২০ :পশ্চিমবঙ্গ তৃণমূল উদবাস্তু  সেলের  দ্বারা  নিগম নগর  এলাকায়  caa, npr, nrc বিরোধী  প্রচার  অনুষ্ঠিত হলো    হ্যান্ডবিল  বিতরণ এর  মধ্যে  দিয়ে। 

এই প্রচারে   সাধারণ  নাগরিকদের  উৎসাহ উদ্দীপনা ছিলো  চোখে পড়ার  মতো। 

উক্ত  প্রচারে  উপস্থিত  ছিলেন   দিনহাটা ভিলেজ -২ গ্রাম পঞ্চায়েত সদস্য  সন্তোষ বর্মন মহাশয়, কর্মী সমর্থক  দের  মধ্যে  প্রদীপ নাথ,  আদিত্য  দেবনাথ প্রমুখ ব্যক্তিবর্গ।

Ad Code