মহাকাশ গবেষণায় খোঁজ মিলল পৃথিবীর নুতন চাঁদ l মহাকাশ বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন 2020 CD3, যেটি পৃথিবীর অভিকর্ষ বলের টানে গত তিন বছর ধরে আবর্তন করছে l এরিজোনার Catalina Sky Survey এর মহাকাশ গবেষক দল লক্ষ করেন একটি মৃদু আলোকিত একটি বস্তু পৃথিবীর খুব কাছ দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল l এর পর বিজ্ঞানী মহলে সাড়া পড়ে যায় এবং বিভিন্ন মহাকাশ এজেন্সির সাথে যোগাযোগ করলে তারাও এরকমই একটি বস্তুর ছয়বার প্রদক্ষিণের খবর জানান l গবেষক দলের অনুমান এটি 1.9মিটার থেকে 3.5 মিটার লম্বায় যা একটি ছোট্টো গাড়ির সমান l বিজ্ঞানীরা এটিকে মিনি মুন হিসেবে দেখছেন l তবে The Mirror planet center এর বিজ্ঞানীদের মতে এটি একটি গ্রহাণু যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে যার গতিবেগের পরিবর্তন হলে পৃথিবীর মায়া কাটাতে পারে l গবেষক দল এর পর্যবেক্ষণে উঠে এসেছে এই মিনি মুনের কক্ষপথ স্থির নয়, যেটি ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে l 2006 সালে 2006RH 120 নামে এরকম ছোট্টো চাঁদ দেখা গিয়েছিল যা 2006 সালের সেপ্টেম্বর থেকে জুন 2007 পর্যন্ত পৃথিবীকে আবর্তন করে, পরে এটি আর দেখা যায়নি l বিজ্ঞানীদের দাবী 2020 CD 3 এরকমই একটি অস্থায়ী মিনি মুন যা পৃথিবী ও চাঁদের পরিবারে ঢুকে পড়েছে l
Social Plugin