![]() |
Pic source: india tv |
মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারী হাসপাতালে কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল শ্বেস নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তাঁর। ২২ বছর বয়সে তাঁর প্রথম ছবি ‘দাদার কীর্তি’ মুক্তি পায় । এছাড়াও, একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, গুরু দক্ষিনা, মঙ্গলদ্বীপ প্রভৃতি । গুরুদক্ষিনা' ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর যুগল বন্দি রীতিমতো কাঁদিয়েছিল বাংলার দর্শককে। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাঁকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। '
১৯৮১ সালে সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও।
অভিনিয়ের পাশাপাশি রাজনীতিতে যোগ দান করেন তিনি। তৃণমূল কংগ্রেস দল থেকে ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি।
তবে, ২০১৬ সালে রোজ ভ্যালি চীটফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ ওঠে। পুলিশ তাঁকে গ্রেফতার । দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনরা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। শোকস্তদ্ধ শিল্পী মহল।
Social Plugin