![]() |
Pic source: nbu.ac.in |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্রের বিরুদ্ধে নিয়ম না মেনে কলেজ অধ্যাপনা ও এমফিল করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গবেষকদের একাংশ লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়েছে ক্যাম্পাসে।
UGC এর নিয়মে কোনও কলেজের অধ্যাপক এককালীন ছুটি নেওয়া এবং কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পড়াশোনা বা গবেষণার কাজে যুক্ত থাকতে পারেন না। এমফিল চার সেমিস্টার বিশিষ্ট দুবছর পূর্ন সময়ের কোর্স। তাই অধ্যাপনা ও এমফিল দুটো একসঙ্গে করা সম্ভব নয়।
রেজিস্ট্রার দিলীপকুমার সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে শুরু হয়েছে তদন্ত। রিপোর্ট পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন রেজিস্ট্রার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে,যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাঁদের দুজন কলেজ সার্ভিসের মাধ্যমে ও সাতজন অতিথি অধ্যাপক। এমফিল পড়া কালীন তাঁরা চাকুরি পেয়েছেন। তবে, রেজিস্টার জানিয়েছে, এমফিল করতে পূর্ন সময় ছুটি নেওয়ার কোনোরুপ আবেদন জমা পড়েনি।
ইতিমধ্যে, গবেষকরা একটি তালিকা রেজিস্টারের কাছে জমা দিয়েছে। রেজিস্টার কলেজ পরিদর্শককে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। যদি এমন প্রমাণিত হয় যে, কেউ ফাঁকি দিয়ে অধ্যাপনা ও এমফিল দুটোই করছে তাহলে বিধি মেনে উপযুক্ত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এছাড়াও, তাঁরা যে কলেজে কর্মরত সেই কলেজেও চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin