Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানবিকতার পরিচয় ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যদের


মানবিকতার পরিচয় ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যদের । আজ চতুর্থ দিনে মাধ্যমিক পরীক্ষার্থী ফনিপূষন বিদ্যালয়ের এক ছাত্রকে ব্যাস্ত তম শিলিগুড়ির শহরের তিনপাত্তি মোড় থেকে ইউনিক টিমের সদস্যদের কাছে খবর আসতেই ইউনিক টিমের সদস্যরা ছেলে টিকে বাইকে করে বসিয়ে বিদ্যালয়ের পৌঁছে দিয়ে এক অন্যান্য নজির করলো। এছাড়া ও এই স্বেচ্ছাসেবী সংগঠনের স্টুডেন্ট মিনি হাসপাতাল চলছে পরীক্ষার্থীর দিন গুলো তে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।

Ad Code