![]() |
pic source:24ghanta |
১৪ই ফেব্রুয়ারী কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবকে কেন্দ্র করেই পারদ চড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাতের। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড়কে। এই অভিযোগে সরব হয়েছেন তিনি নিজেই।
টুইটে রাজ্যপাল লিখেছেন, "১৪ ফেব্রুয়ারি কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্র নাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মনকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছে। আচার্য, যাঁর সভাপতি হওয়ার কথা, তাঁকেই জানানো হয়নি! এ আমরা কোথায় যাচ্ছি!"
রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ না জানানোর অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়।
উপাচার্য বলেন, "সম্পূর্ণ বিধি মেনে আচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল নির্দিষ্ট সময়। দীর্ঘদিন অপেক্ষা করার পর কোনও উত্তর না আসায়, আমরা বাধ্য হয়েছি তড়িঘড়ি আমন্ত্রণপত্র ছাপাতে। একারণে আমন্ত্রণপত্র ছাপাতেও দেরি হয়েছে। আমাদের তরফ থেকে কোনওরকম খামতি নেই। দুদিন পর সমাবর্তন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে রাজ্যপাল যদি আসেন, আমরা তাঁকে স্বাগত জানাব।" তিনি দাবি করেন, সমাবর্তনে আসার জন্য চিঠি পাঠানো হয় রাজভবনে। তবে কোনও উত্তর আসেনি। তাই কার্ডে রাজ্যপালের নাম নেই।
কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হয়। এখন, দেখার কোচবিহারে কি হয়।
Social Plugin