অরবিন্দ শর্মাঃ 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্ যাপন উপলক্ষে উত্তর বঙ্গ চারুকলা সোসাইটির উদ‍্যোগে অনুষ্ঠিত হল উত্তর বঙ্গ চারুকলা উৎসব-২০২০ দিনহাটা শহীদ হেমন্ত বসু মুত্তমঞ্চে।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক উদয়ন গুহ,এ ছাড়াও উপস্থিত ছিলেন শ‍্যমল ধর, চন্দন সেন গুপ্ত, বিভুরঞ্জন সাহা,জয়দীপ সরকার, অপূর্ব অধিকারী ,মহারাজ অনিন্দ চৈতন্য মহারাজ প্রমুখ।

প্রায় পাঁচ শত শিক্ষার্থী অঙ্কন প্রতিযোগিতায় আংশ গ্রহন করেন এবং বিভিন্ন যায়গা থেকে আসাশিল্পীদের চিত্র প্রদর্শীত হয়।উত্তরবঙ্গ চারুকলা উৎসবের পক্ষ থেকে রথীন সাহা জানান প্রতি বছরের মত এবছরও আসানসোল, বাকুড়া,বীরভূম, আসাম থেকে আনেক শিল্পী তাদের ছবি দিয়েছেন এই চিত্রকলা প্রদর্শনী তে।এই উৎসবকে আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করবে উত্তর চারুকলার সদস্য বৃন্দ।

এই দিন সকালে দিনহাটা সংহতি ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ডফিনেস ক্লাব, বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং কলামন্দির শিক্ষায়তন আয়োজন করেন এক সাংস্কৃতিক আনুষ্ঠান।উপস্থিত ছিলেন শ‍্যামল ধর,উজ্জ্বল আচার্য্য জয়গোপাল ভৌমিক, স্বপন কুমার রায়,প্রানেশ সাহা প্রমুখ।

অমর ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আলোকে দুর্নিবার-ই ম্যাগাজিনের দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়। দিনহাটা শহরের চৌপথীতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক নিবেদনের মাধ্যমে ভাষা শহীদের সম্মাননা জ্ঞাপন  করা হয় টিম দুর্নিবারের পক্ষথেকে।  উপস্থিত ছিলেন দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের সম্পাদক সাগর বর্মন ও প্রকাশক শুভ্রালোক দাস। 

কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের পক্ষথেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় কবিতা আবৃত্তি ও গানের মধ‍্য দিয়ে।আবৃত্তি করেন গৌতম রায়, গোপা পাল,সুদেবী সরকার প্রমুখ বাচিক শিল্পী গন।প্রশিক্ষক শিলাদিত্য রায় বলেন প্রতি বছর ভাষা শহীদদের আমরা শ্রদ্ধা জানাই এবং নতুন শিক্ষার্থীদের মনে২১শে ফেব্রুয়ারির গুরুত্ব সম্পর্কে অবগত করে আবৃত্তি পরিষদ।