জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলাকাণ্ডের দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। সোমবার গভীর রাতে একটি ভিডিও প্রকাশ করে এই হামলার কথা স্বীকার করে সংগঠনের তরফে জানানো হয়, তাদের কর্মীরাই গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ও অধ্যাপকদের ওপর হামলা চালায় এবং হোস্টেল ভাঙচুর করে।
ওই ভিডিওতে হিন্দু রক্ষা দলের নেতা পিঙ্কি চৌধুরি দাবি করেন, জেএনইউ-তে হিন্দু-বিরোধী চিন্তাভাবনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল। তাই তা রুখতেই ওই হামলা করা হয়। তিনি বলেন, জেএনইউ এখন বামপন্থা-মনস্ক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। ওরা আমাদের ধর্মকে অপমান করে। এটা মেনে নেওযা যায় না।
ওই ভিডিওতে হিন্দু রক্ষা দলের নেতা পিঙ্কি চৌধুরি দাবি করেন, জেএনইউ-তে হিন্দু-বিরোধী চিন্তাভাবনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল। তাই তা রুখতেই ওই হামলা করা হয়। তিনি বলেন, জেএনইউ এখন বামপন্থা-মনস্ক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে। ওরা আমাদের ধর্মকে অপমান করে। এটা মেনে নেওযা যায় না।
Watch this video.This guy associated with Hindu Raksha Dal has taken responsibility of JNU attack and said that his organisation will keep doing such attacks in future too if people will speak against Hindu religion.
— Md Asif Khan آصِف (@imMAK02) January 6, 2020সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি। সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।
1 মন্তব্যসমূহ
ভারতবর্ষে সমস্ত গন্ডগোলের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে হিন্দুরক্ষা দল
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊