স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিনে ছোটোদের রঙতুলিতে শ্রদ্ধাজ্ঞলি। উনিশ শতকের চোখ ধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা, শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটের।
গোটাদেশের নিরিখে তাই আজওপ্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। আজ ১৫৭ তম জন্মদিনে রঙতুলিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বীর সন্ন্যাসীকে। আজ পৃথিবীবিপন্ন, আমরা রাহুগ্রাসে একটু একটু করে পৃথিবীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, ধ্বংস করছি অরন্য, ধ্বংস করছি পরিবেশ,নদীকে দূষিত করছি,চারিদিকে এক হিংসার পরিবেশ, পৃথিবীর এই চরমসঙ্কটের সময় একমাত্র ছোটরাই এই বার্তা পৌঁছে দিতে পারে মানুষের কাছে।
তাই আজ স্বামিজির জন্মদিনে কৃষ্ণনগরের একটি অঙ্কনশিক্ষাকেন্দ্র সাঁইভাবনা আর্ট এন্ড ক্র্যাফটের ক্ষুদে ছাত্রছাত্রীরা তাদের শিল্পীমননে স্বামীজির ছবি এঁকে আগামীর পৃথিবীকে বার্তা দিলো " আমাদের বিবেক জাগ্রত হোক "। ছোটরা ছবি আঁকার পাশপাশি কিছু বার্তাও দিলো এই সমাজকে। আজ স্বামীজির জন্মদিনে তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊