pic source-news india

শতাব্দীর সূর্য যখন মধ্য-গগনে তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানবজীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ।দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষচ্ছেদনের ফল হল পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা। উষ্ণতার এই ক্রমবর্ধমান দশা বৈজ্ঞানিক পরিভাষায় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। উনিশ শতকের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা গড়ে প্রায় ১ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে গেছে।

সম্প্রতি বৃক্ষচ্ছেদন নিয়ে এক সমীক্ষায় জানা গেছে পশ্চিমবঙ্গে শহরের বৃক্ষচ্ছেদনের পরিমান বেড়েছে।   " ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট - ২০১৯ " অনুযায়ী  পশ্চিমবঙ্গের বনাঞ্চল খুব সামান্য  বেড়েছে যার পরিমান ০.৩%  কিন্তু শহরগুলির নন ফরেস্ট অঞ্চলে ব্যাপক বৃক্ষচ্ছেদন হয়েছে, যার পরিমাণ ৬.১%। 

শহরের নন ফরেস্ট অঞ্চলে ২০১৭ সালের  ২১৩৬ বর্গ কিলোমিটার থেকে ৬.১%  কমে ২০১৯ সালে ২০০৬ বর্গ কিলোমিটার হয়েছে।

আর ফরেস্ট এরিয়া ২০১৭ সালের ১৬,৮৪৭ বর্গ কিলোমিটার থেকে সামান্য একটু ০.৩% বেড়ে ২০১৯ সালে হয়েছে ১৬,৯০১ বর্গ কিলোমিটার। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্য সৌরভ চক্রবর্তী জানিয়েছেন- "উন্নয়নের নামে যথেচ্ছভাবে বৃক্ষহত্যা করা হয়েছে এবং হচ্ছে, এ এক ভয়াবহ পরিণাম ডেকে আনছে।"  

DATA SOURCE: টাইমস অফ ইন্ডিয়া