উত্তরের গুণী সুজন রিমি দে 
শুভাশিস দাশ 


আজ যাঁকে নিয়ে এই গুণী সুজন কলাম তিনি এই মুহুর্তে কবিতার ব্রান্ড রিমি দে । উত্তরের এই চাতাল থেকে যে কজন কবি আজ বাংলা কবিতার অঙ্গনে বিচরণ করছেন তাঁদের মধ্যে একজন রিমি দে ।

একজন প্রকৃত কবির যে গুণ থাকা দরকার তাঁর মধ্যে আমরা সেই গুণগুলো খুঁজে পাই । কবিতাকে নিজের করে নিয়েছেন বলেই তাঁর কবিতা বাংলা কবিতায় এক অন্য মাত্রা বহন করে ।

না, খ্যাত হয়েছেন বলে তিনি মুখ ফেরান না । ছোট পত্রিকা গুলোতে লেখা দেন, যেমন দেন বড় পত্রিকাতে ।

তাঁর বেশ কটি কবিতার বই আছে । সম্প্রতি তাঁর কবিতার বই 'শাদা পাতার নিচে কালো নদী' প্রকাশ পেয়েছে এবং আলোড়ন তুলেছে ।

রিমি দে তাঁর কবিতার সড়কে আরো অনেক দূর পথ চলুন এই শুভ কামনা রইলো আমাদের ।