কেন আজকের দিনেই সাধারণতন্ত্র দিবস পালিত হয় জানেন কি? 





দেশের অন্য কয়েকটি জাতীয় দিবসের মতো ২৬ জানুয়ারি একটি অতি গুরুত্বপূর্ণ দিন। এই দিন সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। কিন্তু এত দিন থাকতে হঠাৎ এই দিনটিকেই কেন বেছে নেওয়া হল সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করার জন্য?

এর পেছনে রয়েছে  একটি ইতিহাস।

স্বাধীনতা সংগ্রাম চলছে জোর কদমে। ১৯২৯ সালের ৩১ ডিসেম্বর মাঝরাতে, লাহোরের ইরাবতী নদীর তীরে  মাঝরাতে অবিভক্ত ভারতের অজস্র নাগরিক জড়ো হয়েছিলেন । সঙ্গে উপস্থিত হয়েছিলেন ভারতীয় জাতীয় সংগ্রেসের সকল সদস্যও। ওই দিন এই খানেই জওহরলাল নেহরু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দাবি ছিল, ব্রিটিশ শাসন মুক্ত ভারত, পূর্ণ স্বরাজ। এই ছিল প্রথম পূর্ণ স্বরাজের দাবি। বেশির ভাগ সাধারণ মানুষও এই দাবির সমর্থনে হাত তোলেন। সেখানেই ঠিক হয়েছিল ২৬ জানুয়ারি দিনটিকে এ বার থেকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে।


সেই কথা অনুযায়ীই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি ওই একই স্থানে বহু মানুষ জমায়েত হয়। পালিত হয় স্বাধীনতা দিবস, পূর্ণ স্বরাজ।

এর ঠিক ১৯ বছর পর ১৯৪৯ সালে ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর, ঠিক করা হয় যে, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি পূর্ণ স্বরাজের দাবি জানানো ওই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে এই তারিখটিকেই সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হবে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকেই সংবিধান কার্যকর করা হবে। সেই থেকেই এই দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে।