pic source: samayeryatri




রেলের টিকিট এ আগে বাংলায় লেখা থাকত। কিন্তু বেশ কিছু বছর ধরে রেল কতৃপক্ষ তা বন্ধ করে দেয়। কিন্তু এবার বাংলা পক্ষের আবেদনে, রেলের টিকিটে ফিরে এলো বাংলা-এমনটা দাবী বাংলা পক্ষের।  

বাংলা লেখা টিকিট ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এই বিষয়ে কয়েক মাস আগে বাংলা পক্ষকে চিঠি দিয়ে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ, এবার পূর্ব রেল ট্যুইট করে জানাল রেলের টিকিট বাংলায় ছাপা হবে।


‘বাংলা পক্ষ’ বাংলা ভাষা সহ বাংলার সংস্কৃতি রক্ষার লড়ায়ে পথে নেমেছে অনেক আগেই। বিভিন্ন রাস্তার নাম থেকে স্টেশনের নাম বাংলায় লেখার দাবিতে সরব হয়েছে বাংলা পক্ষের সদস্যরা। এবার বড় জয় পেল বাংলা পক্ষ'র আন্দোলন।