বিনয় শর্মা ও মুকেশ সিংহ। —ফাইল চিত্র

নির্ভয়া কাণ্ডে ফাঁসির রায় সংশোধনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ফাঁসির সাজার রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) দায়ের করেছিলেন দুই সাজাপ্রাপ্ত। 


দিল্লির প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণের দায়ে চার জনকে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। এর পর রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়। শেষ পর্যন্ত দিল্লির তিস হাজারি আদালত চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করেন। নির্দেশ দেন ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে তাদের ফাঁসি হবে। তার পর দুই সাজাপ্রাপ্ত বিনয় শর্মা ও মুকেশ সিংহ সুপ্রিম কোর্ট রায় সংশোধনের আর্জি জানান। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

**সংবাদটি সংবাদ একলব্য সম্পাদন করেনি, সরাসরি নিউজ ডেস্ক থেকে সংগৃহীত।