আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা 1 নং গ্রাম পঞ্চায়েতে কৃষি দপ্তরের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হল। 

উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা,ব্লকের সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 

সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার বলেন, এদিন ভল্কা বারবিশা এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার 673 জন কৃষকের হাতে খারিফ এবং রবি শস্যের জন্য দুটি চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া বাংলা শস্য বিমা যোজনায় বোরো এবং ভুট্টা চাষিদের বিনামূল্যে বিমা করিয়ে দেওয়া হচ্ছে। বিমার জন্য প্রিমিয়ামের টাকা সরকারিভাবে কৃষি দপ্তর থেকেই দেওয়া হবে বলে রাজীববাবু জানান। 

এখনো পর্যন্ত যে সমস্ত কৃষক কৃষকবন্ধু প্রকল্পের আওতায় যাঁরা আসেননি তাঁরা কীভাবে আবেদন জমা দেবেন সেই সম্পর্কে এদিন আলোচনা করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নানা সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানান সহ কৃষি অধিকর্তা রাজীববাবু ।