সুস্মিতা ঘোষ
গল্পের প্লট ভাবতে ভাবতে খেই হারিয়ে যায় অনামী এক লেখকের। সুনাম অর্জন করার এক সুবর্ণ সুযোগ অবশেষে তাঁর হাতে এসেছে। একটা বিশিষ্ট চ্যানেলের মেগা সিরিজের একটা সাপ্তাহিক পর্বের স্ক্রিপ্ট লেখার দায়িত্ব তাঁর উপর বর্তেছে । ভূত নিয়ে লিখতে হবে তাঁকে । কিন্তু ভূত ? এ আবার কেমন বিষয় ! আর তাছাড়া ওমন নামি সিরিয়াল যেখানে বেশ নামি-দামি লেখকের উপন্যাস-গল্প অবলম্বনে ধারাবাহিক হয় সেখানে ওসব ফালতু ভূত-টুত ও কে দেখবে ? এ কেমন সুযোগ ? আর তাছাড়া ভূত নিয়ে কোনোদিন কিছু লেখেনি সে । কিন্তু এভাবে সুযোগটা হাতছাড়াও করা যায় না ,কিন্তু ভয় একটাই যে এটা যেন তাঁর যোগ্যতা নির্ধারণের শেষ বিষয়বস্তুর না হয় !
ভূত ? কী ভূত ?
এই ২১ শতকের কলকাতায় এত মুখোশ মানুষের ভিড়ে ভূত বাবাজি বহুআগেই অন্তর্ধান নিয়েছেন। আর মানুষের অত্যাচারে ওরা বেঁচে থাকলেও আবার করে মরে যেত।
ভাবতে ভাবতে জানালার বাইরে চোখ যায় তাঁর ।মাসটা ডিসেম্বর। সাবেকি কলকাতা যুগবদলের নতুন হাওয়ায় বড়োদিনেও একইভাবে সাজছে ঠিক যেন দুর্গাপূজা । শহরটা নানা রঙের বিদেশি টুনি বাল্বে সেজে উঠেছে অথচ মনের জানালা খুলে উড়াল দেবার জো সবার থাকে না অনেকেরই। খুব স্বাভাবিকভাবেই কিছু স্বপ্ন চোখের লেন্স ভেদ করে বাইরে বেরোতে পারেনা। কিছু বিধিবদ্ধ নিয়ম বা অতীতের কিছু ব্যর্থ ভাবনার জাবর কাটতে গিয়ে বর্তমানের রসদ থেকে কিছুই আস্বাদিত হয়না।তাঁর সাথে তাই হবে না তো ?
ডিসেম্বরের কলকাতা অপূর্ব সুন্দরী। যতটা কিনা রবিঠাকুরের গান। তাই ফিউশনের ভিড়েও সনাতনী রূপটা চিরন্তন , ধুলোবালিদূষণের ভিড়েও পুরোনো ট্রাম লাইন ধরে হাঁটা পথ প্রিয়।
হাওড়া ব্রিজের নীচের বা রাইটার্স এর ভূত সত্যি কিনা জানা নেই ।তবে আতিশয্যের ভিড়ে ছিমছাম সাদামাটা কলকাতা বুদ হয়ে যায়। যা কিছু ভূত অর্থাৎ অতীত তা যেন হারিয়ে যায় ,অতীত কবির কবিতার সাথে মিল থাকেনা বর্তমানের কলকাতার ।১৯৭৬ এর মিস কলকাতা যেন কোনো প্রিয় বা প্রেয়সীর আবদারে বহিরাবয়বের আমূল পরিবর্তন ঘটিয়েছে ।আধুনিকতার রঙে-গন্ধে আবৃত সে।মেট্রো সিটির ভারে গাঁ ছুঁই ছুঁই কলিকাতা হারিয়েছে ললনার মিঠে লাজ । হঠাৎ দেখে কেউ ভাবতে পারে যেন পুরাতন 'আমি'তে বড্ড অস্বস্তি হচ্ছিল তাঁর। কিন্তু গঙ্গার ঘাট , দক্ষিণেশ্বর বা ময়দানের চিরচেনা চিরন্তন সে গন্ধ তার গা থেকে এখনো পুরোপুরি মুছে যায়নি। এখনো কোনো ভিড় ঠেলা কর্মব্যস্ত অথচ ক্লান্ত দুপুরে যখন উৎসবেরা ছুটি চেয়ে নিয়ে ভাতঘুম দিতে ব্যস্ত থাকে ,সেই শশব্যস্ত শহরের ভিড়ে মাটির ভাড়ের চা বা কালীঘাটের কচুরির সাথে আড়মোড়া ভাঙে সাবেকি কলকাতা।নতুনের মলাটে ঢাকা তার প্রতিটা পাতা জুড়ে যেন পুরোনো বইয়ের হৃদয় ছোঁয়া গন্ধ। সেদিন রাণী ছদ্মবেশ নেয় সাধারণ মেয়ে রূপে। সেদিন ভূতের থুরি অতীতের কলকাতা জ্যান্ত হয়ে উঠে বর্তমানের ফাঁকে। কি সুন্দর না সবটা ?
.... হঠাৎ ক্লক টাওয়ারের ঘন্টাটা ঢং ঢং করে বেজে উঠে।ঘড়ির দিকে পলক পড়তেই অনামী লেখক দেখে অনেকটা সময় পেরিয়ে গেছে। ভূত নিয়ে লিখতে হবে । জ্যান্ত ভূত।
মেঘের ভেলার জানুয়ারি সংখ্যা বিনামূল্যে ডাওনলোড করুন
মেঘের ভেলার জানুয়ারি সংখ্যা বিনামূল্যে ডাওনলোড করুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊