১) নতুন বছরের মার্চ মাস পর্যন্ত প্যান ও আধার সংযুক্তিকরণের মেয়াদ বাড়ানো হয়েছে ফের একবার। নাহলে প্যান কার্ডটি বাতিল বলে গণ্য হবে।

২) ২০১৯-এর ৩১ ডিসেম্বর থেকে সমস্ত ম্যাগনেটিক ডেবিট কার্ড বাতিল করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। যাঁদের কার্ড বাতিল হয়ে গিয়েছে, ব্যাঙ্কে গিয়ে ইএমভি চিপ বসানো বা পিন কোড দেওয়া কার্ড সংগ্রহ করতে হবে।

৩) স্টেট ব্যাঙ্কের এটিএম গ্রাহকদের জন্য এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি চালু করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এটিএম থেকে ১০ হাজার টাকার বেশি তুলতে গেলে ওটিপি দিতে হবে।

৪) শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট যাঁদের রয়েছে ১ জানুয়ারি থেকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এখন থেকে এনইএফটি চার্জ দিতে হবে না তাঁদের।

৫) ৫০ কোটি বা তার বেশি টাকার কারবারের ক্ষেত্রে  রুপে কার্ড এবং ইউপিআই ব্যবস্থায় টাকা মেটালে এখন থেকে আর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (ব্যাবসায়ী দের পরিষেবা খরচ) লাগবে না।

৬) পেনশন প্রাপকদের জন্য বিশেষ সুবিধা: পেনশনারদের জন্য ১০ বছরের পুরনো নিয়ম আবার চালু হলো। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র পেনশন প্রকল্পের আওতায় কোনও পেনশন প্রাপক চাইলে মোটা অঙ্কের টাকা তুলে নিতে পারেন। সে ক্ষেত্রে ১৫ বছর ধরে তাঁর পেনশনের এক তৃতীয়াংশ কাটা যাবে। ১৫ বছর পেরিয়ে গেলে আবার পেনশনের পুরো টাকাই পাবেন তিনি।